
লালমনিরহাটে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাব লালমনিরহাটের যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক শোকাবহ ও আতঙ্কজনক ঘটনা। তারা দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সকল সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, মানুষের অধিকার রক্ষার জন্য ঝুঁকি নেন। অথচ পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হত্যার ঘটনা বেড়েই চলেছে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।