ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বজন পরিচয়ে হাসপাতালে ঢুকে নবজাতক চুরি

স্বজন পরিচয়ে হাসপাতালে ঢুকে নবজাতক চুরি

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে মাত্র এক দিন বয়সী নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে পৌর এলাকার বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।

নবজাতকটি জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার অটোরিকশা চালক শরীফ মিয়ার সন্তান।

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণেই এই ঘটনা ঘটেছে।

শরীফ মিয়ার স্ত্রী মিথিলা শনিবার (৯ আগস্ট) বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি রোগীর পরিবারের উপস্থিতিতেই ঘটেছে, এবং এতে হাসপাতালের কোনো অবহেলা ছিল না।

প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার নাম ব্যবহার করে স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে প্রবেশ করেন। এসময় রোগীর স্বজনরাও সেখানে ছিলেন। এরপর নবজাতকটি নিখোঁজ হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত এক অচেনা নারী আঁচলের নিচে কিছু লুকিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনিই নবজাতকটি চুরি করে নিয়ে গেছেন।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক অনিক কুমার গুহ জানান, খবর পেয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নবজাতক উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নবজাতক চুরি,হাসপাতাল,স্বজন পরিচয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত