ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তিন দফা দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

তিন দফা দাবিতে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং জুলাই আন্দোলনে গণহত্যার বিচার—এই তিন দফা দাবিতে গণ সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় দলটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি, সহ-সভাপতি রুকন উদ্দিন, মাওলানা এ.বি. এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হাদিউল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আবু হানিফ, সদস্য মাওলানা আব্দুস সাত্তার, জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম এবং জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণ সমাবেশে দলটির লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে।

গণ সমাবেশ,ইসলামী আন্দোলন,তিন দফা দাবি,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত