ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটার খলিশাখালীতে পুলিশ ক্যাম্প হবে: পুলিশ সুপার

দেবহাটার খলিশাখালীতে পুলিশ ক্যাম্প হবে: পুলিশ সুপার

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, জেলার কোথাও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দেবহাটার খলিশাখালীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি।

সোমবার বিকেল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, শিক্ষানবিশ এএসপি আনারুল কবির, শিক্ষানবিশ এএসপি শফিকুল ইসলাম ও দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র প্রতিনিধি ইমরান বাশারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ মানুষ ও খলিশাখালীর ভূমিহীন জনপদের জমির মালিকরা।

বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও ভূমিদস্যুদের সামাজিকভাবে বয়কট ও আইনের আওতায় আনার আহ্বান জানান।

পুলিশ সুপার,পুলিশ ক্যাম্প,দেবহাটার খলিশাখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত