ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবশেষে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

অবশেষে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজকে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে ডা. মো. শহিদুল্লাহকে গাইবান্ধার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে পরবর্তী কর্মস্থল থেকে তাকে অবমুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ২০২১ সালে ডা. মো. শহিদুল্লাহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। এর ধারাবাহিকতায় গত ২৫ জুলাই চিকিৎসকের অবহেলায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) নামের এক শ্বাসকষ্ট রোগীর মৃত্যু হয়।

এর ছয় দিন পর, ৩০ জুলাই, উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের নাওড়া গ্রামের বাসিন্দা ফুলবাবু দাস (১৮) নামের আরেক শ্বাসকষ্ট রোগীর মৃত্যু ঘটে।

পরপর দুই রোগীর মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এবং দায়িত্ব অবহেলা ও ব্যর্থতার বিষয়টি প্রকাশ পেলে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে ওএসডি হওয়া তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ওএসডি,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক,কুড়িগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত