
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে বাজার থেকে জব্দ করা প্রায় আড়াই লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের উপস্থিতিতে এসব জাল ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, বাজারে গোপনে এসব অবৈধ জাল বিক্রি হচ্ছিল—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, এই জাল পরিবেশ ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। এর মাধ্যমে ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধরা পড়ে, যা দেশের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। অবৈধ জাল বিক্রেতাদের কোনো ছাড় দেওয়া হবে না, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।