ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রামুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

রামুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের রামুতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রামুর গর্জনিয়া ইউনিয়নে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সিরাজুল হক (৩৫) গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া গ্রামের হাফেজ আহমদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকেলে সিরাজুল হক ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে তিনি আহত হন। আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, বিকেলে বজ্রপাতে সিরাজুল হকের মৃত্যুর বিষয়টি জেনেছেন। মৃতদেহ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিকের মৃত্যু,বজ্রপাত,রামু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত