ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ঈশ্বরগঞ্জ শাখার সহযোগিতায় দিবসটি পালিত হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য দেওয়ার পর বিভিন্ন সংগঠনকে ও যুবকদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনজুরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সাকিবুজ্জামান সাকিব এছাড়াও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভার আগে দিবস উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

যুব দিবস,পালন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত