
চাঁদপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শহরের হাজী মহসিন রোডের রসুইঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি’ ভিশন সামনে রেখে এবং ‘তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময়’— এই স্লোগানে মুখরিত ছিল অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ তাসিম বিল্লাহ। সভাপতিত্ব করেন সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও মুজাহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমরা যেন ফেসবুক নামক ট্রমার মধ্যে নিজেকে হারিয়ে না ফেলি। এটি এক ধরনের রোগ। আল্লাহ রাব্বুল আলামীন এই প্রজন্মকে এর ক্ষতি থেকে রক্ষা করুন। আমাদের উচিত দুনিয়ার জীবনে আখেরাতের প্রস্তুতি নেওয়া, তবেই উভয় জগতে সফল হওয়া সম্ভব।’
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।