ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় ‘মিট দ্যা স্টুডেন্টস’ প্রোগ্রামে সাতক্ষীরা জেলা প্রশাসক

দেবহাটায় ‘মিট দ্যা স্টুডেন্টস’ প্রোগ্রামে সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, আমাদের শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ। শিক্ষার্থীদের পড়াশুনা ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে “আমাদের শিক্ষা: আমাদের ভবিষ্যৎ”, ‘মিট দ্যা স্টুডেন্টস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন।

ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপসচিব আবুল হাসান, উপসচিব আকবর হোসেন ও এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক জামায়াতের উপজেলা আমীর মাও. অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি আদর্শ শিক্ষার্থী গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক,‘মিট দ্যা স্টুডেন্টস’ প্রোগ্রাম,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত