
সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ ‘নাইন্টি পাইপ’ উচ্ছেদে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসন। এসব পাইপ দিয়ে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের মালিকরা বাঁধের ভেতরে পানি তুলছিলেন, যা বাঁধের স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার সকাল থেকে শ্যামনগরের ৫ নম্বর পোল্ডারের অন্তর্গত আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে এসব অবৈধ পাইপ অপসারণের কাজ শুরু হয়।
পাউবো জানিয়েছে, উপকূল রক্ষা বেড়িবাঁধ থেকে ১০০ মিটারের মধ্যে চিংড়ি ঘের করার নিয়ম নেই। কিন্তু প্রভাবশালী ঘের মালিকরা নিয়ম ভেঙে বাঁধ ঘেঁষে চাষ করছেন এবং পাইপ বসিয়ে বেড়িবাঁধকে ঝুঁকিতে ফেলছেন।
উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় অবৈধ পাইপ উচ্ছেদ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব পাইপ সরানো হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন বলেন, বেড়িবাঁধে অবৈধ পাইপ বসানোর সুযোগ নেই। যেগুলো বাঁধের ক্ষতি করছে, সেগুলো দ্রুত উচ্ছেদ করা হচ্ছে। উপকূল রক্ষায় এ অভিযান চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অবৈধ স্থাপন করতে না পারে সেই দাবি জানিয়েছেন।