ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাতেন গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাতেন গ্রেপ্তার

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন (৪৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজয় বাবুর পাড়ার মো. কোরবান আলীর ছেলে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মঠমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে রেজাউল করিম ও তার মা রাহেলা বেগমসহ বহু আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় ২ অক্টোবর সদর থানায় মামলা করেন খানখানাপুর ব্র্যাকপাড়ার মো. শাহিন ফকির।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মোট ৮৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবিএম বাতেনকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার,ছাত্রলীগের সাবেক সভাপতি বাতেন,গোয়ালন্দ উপজেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত