
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ১২ জন নারী ও ১০ জন পুরুষসহ মোট ২২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলার সংলগ্ন দুই দেশের মধ্যে পতাকা মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ান দর্শনা বিজেপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম সহ ৮ জন এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিজেপি ক্যাম্পের কমান্ডার রাজেশ কুমার সহ ৮ জন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতের হায়দ্রাবাদ, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে দীর্ঘদিন বসবাসকারী ২২ জনকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, ফেরতকৃতরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে জীবিকার জন্য ভারতে পাড়ি জমান। এরপর তারা ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করতো। সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদেরকে আটক করে কারাগারে প্রেরণ করে। বিভিন্ন মেয়াদে কারা ভোগ শেষে আজ বুধবার দুপুরে তাদেরকে ফেরত দেয় বিএসএফ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ ঠিকানায় প্রেরণ করা হবে।