ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ ব্লকেড করে বিক্ষোভ

রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ ব্লকেড করে বিক্ষোভ

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পর এবার উত্তরবঙ্গের রেলপথ আটকে দিয়েছে (ব্লকেড) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় উত্তরাঞ্চলের রেলপথ আটকে দিয়ে এ বিক্ষোভ করা হয়। এতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এর আগে হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এবং ওইদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের ইতিবাচক সাড়া মেলেনি। আমাদের দেয়া সময় শেষ হওয়ায় সকাল থেকে ওই স্টেশনে অবস্থান নিয়ে রেলপথ ব্লকেড করা হয়।

তারা বলেন, দীর্ঘ ৮ বছরেও রবির স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।

এদিকে রেলপথ অবরোধ করায় উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়ে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের এসিস্টান্ড স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটতে পারে। এ কারণে বর্তমানে ঢাকা-উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ে পুলিশের এসআই তপন ঘোষ জানান, জামতৈল স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। এতে যাত্রী সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দীর্ঘ প্রায় ৬ ঘন্টা পর রেলপথে এ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং ১৪ আগস্ট যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়ক ও রেলপথ আটকে দেয়া হবে বলে এ হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবি,স্থায়ী ক্যাম্পাস,রেলপথ ব্লকেড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত