
সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজিবপুরের স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে শহরের সুপার মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবকন্ঠের রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম সজল, চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সাংবাদিক সোহেল রানা স্বপ্ন ও দেশ বার্তা নিউজের সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মী সাংবাদিক তুহিন গাজীপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন, যা দেশের প্রতিটি গণমাধ্যমের জন্য এক গভীর শোক ও লোমহর্ষক ঘটনা। অন্যদিকে, সাংবাদিক সৌরভের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধ তথা অপচেষ্টার স্পষ্ট উদাহরণ।
বিক্ষুব্ধ সাংবাদিকরা অভিযোগ করে বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়েই ক্রমাগতভাবে বেড়েই চলেছে।
বক্তারা বিক্ষোভে জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে সঠিক সংবাদ প্রকাশের পরিবেশ নষ্ট হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি। তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি ও অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর। রাজিবপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন ও রাকিব হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।