
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে শুকনা খাবার, টিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ১৫০ প্যাকেট শুকনা খাবার, ১০০ বান্ডিল টিন ও ৩ লাখ টাকার চেক বিতরণ করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সরিষা ইউনিয়নের চেয়ারম্যান মো. একরাম হোসেন, সোহাগি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সম্রাট কবির বিপুল প্রমুখ।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এসব খাবার, টিন ও অর্থের চেক প্রদান করা হয়। অর্থাৎ যাদের বাড়ি আগুনে পুড়ে গেছে এবং যাদের বাড়ি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এসব খাবার, টিন ও চেক প্রদান করা হয়েছে।