
সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আনিসুর রহমান, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’