ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

সখীপুরে সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

সখীপুরের বানিয়ার ছিট-বড়চওনা সড়ক পাকা করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বানিয়ার ছিট-বড়চওনা সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামিম বলেন, ‘দু-দিন আগে এই সড়কে স্কুলে আসার সময় পা পিছলে পড়ে যাই এবং আমি মারাত্মকভাবে আহত হই।’

ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, ‘এই সড়কটি আমাদের বাজারের প্রাণ। প্রতিদিন শত শত মানুষ পণ্য নিয়ে এই পথে আসে। কিন্তু কাঁচা রাস্তার কারণে অনেক সময় পণ্য নষ্ট হয়।’

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া বলেন, ‘সড়কটি পাকা হলে এলাকার শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবে। আমরা এই সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’

কালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আরিফ হোসেন আমজাদ বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাইস্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা ও প্রি-ক্যাডেট স্কুলের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু কাঁচা সড়কের কারণে বর্ষাকালে কাদা ও শুকনো মৌসুমে ধুলাবালির মধ্যে তাদের চলাচল করতে হয়, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম বলেন, দামিয়া, মাচিয়া, বানিয়ারছিটসহ আশপাশের গ্রামের মানুষ বড়চওনা হাটে যাতায়াত করে এই সড়ক দিয়ে। কিন্তু সড়কটি কাঁচা থাকায় তাদের ১২ কিলোমিটার ঘুরে যেতে হয়—যা সময়, শ্রম ও অর্থের অপচয় ঘটায়।

মানববন্ধন,পাকা করার দাবি,সড়ক,সখীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত