ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাবুলীদহ গ্রামে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূ জামিলা বেগমের (৩৯) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে স্বামীর ঘর থেকে নিখোঁজ হয় ওই গৃহবধূ। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। অবশেষে বুধবার স্বামী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়। পুলিশ এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার দুপুরে পুকুরপাড়ের ঝুপড়িতে ওই গৃহবধূর লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ময়নাতদন্তের রিপোর্টেই প্রকৃত ঘটনার কারণ জানা যাবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নিখোঁজ,গৃহবধূ,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত