ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মাইজবাগ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

এসময় সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মল্লিকপুর লক্ষীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাতুল সুফফা ও ইসলামী কিন্ডার গার্টেন ও হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।

শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাদের স্মৃতিকে চিরজাগরূক করে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির বিশেষত অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে চারা রোপণ করেন। এই বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঞা, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক জিকরুল হাসান জিকু প্রমুখ।

শহীদ স্মরণ,বৃক্ষরোপণ,চারা বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত