ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে পঞ্চায়েত নেতাদের হুমকি, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে পঞ্চায়েত নেতাদের হুমকি, প্রতিবাদে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন চালানোর পর পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি ও নেতৃবৃন্দকে হুমকি দিয়েছে মাদক কারবারি ও তাদের সহযোগীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসার নিচে গিয়ে তারা অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেয়। এসময় ফটকে লাথি ও ঢিল ছুড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়।

এরপর রাত ১১টার দিকে বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসী নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে এবং একটি বিক্ষোভ মিছিল বের করে, যা মিশনপাড়া মোড় পর্যন্ত যায়। মিছিলকারীরা সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে মাউন্ট রয়েল স্কুল, শিশুকল্যাণ স্কুল ও মিশনপাড়া সংযোগ সড়কে বহিরাগতদের মাদক বিক্রি ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। মঙ্গলবার রাতে পঞ্চায়েত নেতারা এসব স্থানে মাদক ও সন্ত্রাসবিরোধী মহড়া দেন এবং প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ বলেন, “সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা আগেও বহুবার আন্দোলন করেছি। মিশনপাড়া, চাষাঢ়া ও বাগে জান্নাতসহ চারটি পঞ্চায়েত একত্রিত হয়ে সদর থানার ওসির নেতৃত্বে মাদক ও সন্ত্রাসবিরোধী মিছিল করেছি। এলাকার জনগণ ঐক্যবদ্ধ আছে, কোনো হুমকি-ধমকিতে আমরা ভয় পাই না।”

সড়ক অবরোধ,পঞ্চায়েত নেতাদের হুমকি,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত