ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক আটক

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক আটক

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত দল।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক দিপু রায় ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

পুলিশ জানায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)-কে নিয়ে দিপু রায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ওসি সরোয়ার আলম খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

যুবক আটক,ঠাকুরগাঁও,মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত