
উখিয়ার কোটবাজারস্থ এম আর কনভেনশন হলে গত ১৪ আগস্ট সকালে ধর্মীয় নেতাদের সমন্বয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, উখিয়া আয়োজিত এ সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন, শেড, ফুড ফর দ্যা হাঙ্গরি, গুড নেইবার্স বাংলাদেশ এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা।
সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, শেড উখিয়া এপির প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ এবং ইসলামিক ফাউন্ডেশন উখিয়ার উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সায়েফ উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা শিশুদের সুরক্ষা, নৈতিক শিক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে।