ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রেজুখাল চেকপোস্টে ৮৫০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

রেজুখাল চেকপোস্টে ৮৫০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে রেজুখাল চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় যাত্রী মো. ইদ্রিসকে আটক করা হয়। তার কোমরের বেল্টে অভিনব কায়দায় লুকানো ছিল ইয়াবার চালান। আটক ইদ্রিস টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং ই/২৫৬-এর বাসিন্দা, আব্দুর সালামের ছেলে।

এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক যুবককে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, ‘দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

রোহিঙ্গা যুবক আটক,৮৫০ ইয়াবা,রেজুখাল চেকপোস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত