ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে পদ্মার পানিতে চারণ ভূমি ডুবে খামারিরা দিশেহারা

ঈশ্বরদীতে পদ্মার পানিতে চারণ ভূমি ডুবে খামারিরা দিশেহারা

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে ঈশ্বরদীতে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের চারণ ভূমি পানিতে তলিয়ে যাওয়ায় গবাদিপশু চাষীরা তাদের খামার ও মালপত্র নিয়ে নিরাপদ এলাকায় সরছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি ১২.৯৪ মিটার পরিমাপ করা হয়। বিপৎসীমা ১৩.৮০ মিটার হওয়ায় নদীর পানি বিপদজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন ও তাঁর টিম নৌকায় চরজাজিরা এলাকার খামারিদের খোঁজে যান।

তিনি জানান, দুইটি পরিবার ছাড়া সকলেই তাদের গবাদিপশুকে আশেপাশের গ্রামে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। বন্যার এই দুই মাসে গবাদিপশুর খাদ্য সংকট মোকাবেলায় খামারীরা ভুষি, ধৈঞ্চা, আখ, গমের খোসা, গামা ঘাস ইত্যাদি ব্যবহার করছেন।

উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার চরাঞ্চলে ৬০টি পরিবার বসবাস করে। চর ডুবে যাওয়ায় প্রায় ১,০০০টি মহিষ, ৪৫০টি গরু, ৫৫০টি ভেড়া, ২০০টি ছাগল, ২৫০টি হাঁস ও দেশি মুরগি বিপদে পড়েছে। খামার মালিকরা চর জেগে ওঠার পর প্রায় দুই মাস পরে পুনরায় চরে ফিরে যান।

ডুবে যাওয়া চরের খামার মালিক আবুল ফজল জানান, তিনি তার ১৫টি মহিষ নিরাপদ স্থানে নিয়ে এসেছেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে খামারিদের বন্যাকালীন সময়ে গবাদিপশুর পরিচর্চা, টিকা ও কৃমিনাশক ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

খামারিরা দিশেহারা,পদ্মার পানিতে চারণ ভূমি,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত