ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছে

চাঁদপুরে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছে

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান।

শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত শিশু ওয়ার্ডে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

গত ৫ দিনে প্রায় ১৬০ জন শিশু রোগী ভর্তি হয়েছে, যার কারণে হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট বিভাগে মোট ৫৬২ জন রোগী ভর্তি রয়েছে।

শিশু রোগীদের মধ্যে বিশেষ করে ৬ মাস থেকে ১.৫ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত। রোগীরা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, খিচুনী এবং নিউমোনিয়া রোটা ভাইরাস জনিত রোগে ভুগছে।

অতিরিক্ত রোগীর চাপের কারণে হাসপাতালের বিছানা পরিপূর্ণ হয়ে রোগীদের করিডোর ও বারান্দার মেঝেতে রাখা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল জানান, শিশুদের সঙ্গে বৃদ্ধরাও ভাইরাস জনিত জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি হাসপাতালের বেডে ও নীচে কুকুর-বিড়ালের বিচরণও লক্ষ করা গেছে, যা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।

ভর্তি শিশুর সংখ্যা,চাঁদপুরে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছে,নিউমোনিয়া ও শ্বাসকষ্ট,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত