ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, স্থানীয়দের বরাত অনুযায়ী রাত আনুমানিক ২টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে যায়। সকালে খুঁটির নিচে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। বিদ্যুৎ বিভাগের কর্মীরা গিয়ে খাম্বার ট্রান্সফরমারের লক খোলা অবস্থায় দেখতে পান। তাদের ধারণা, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মরদেহটির শরীরের ওপরের অংশে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন রয়েছে।

ওসি শাহিনুল ইসলাম আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ উদ্ধার,অজ্ঞাত যুবক,বৈদ্যুতিক খুঁটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত