ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোমস্তাপুরে মাদ্রাসায় ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

গোমস্তাপুরে মাদ্রাসায় ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মহিলা মাদ্রাসায় শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘটে।

নিহতরা হলেন— উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকায় অবস্থিত শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা রাতে ঘুমিয়েছিল। হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়লে শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, ‘মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে ছিল। রাতের কোনো সময়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ‘ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রহস্যজনক মৃত্যু,২ শিক্ষার্থী,গোমস্তাপুর মাদ্রাসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত