
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজেই ছোড়া হাতবোমার বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আরও দুই ডাকাত গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (১৬ আগস্ট) ভোরে ডাকাতরা মেঘনা নদী হয়ে নৌপথে এসে কলাগাছিয়া এলাকার বাড়িঘরে ডাকাতির চেষ্টা চালায়।
স্থানীয়দের তথ্যমতে, সাত থেকে আটজনের ডাকাতদল ভোরে ট্রলার নিয়ে এসে বাজার ও আশপাশের এলাকায় প্রবেশ করে। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে এক ডাকাত হাতবোমা ছুড়লে তা তার হাতেই বিস্ফোরিত হয়। এতে তার এক হাত উড়ে যায় এবং আহত অবস্থায় নদীতে পড়ে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বন্দর থানার ওসি লিয়াকত হোসেন বলেন, সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল তারা। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে গ্রামবাসী পুলিশকে খবর না দিয়ে গণপিটুনি দিয়েছে, যা সমীচীন নয়। এ ঘটনায় পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের পাশাপাশি আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রামবাসীকেও আইনের আওতায় আনা হবে।