ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে আসুন’

‘জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে আসুন’

জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈশ্বিকভাবে নতুন চিন্তা চেতনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ সরকারের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন। এছাড়া দক্ষ কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

শনিবার নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৭২জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

তিনি দেশ পরিচালনা জন্য কর্মঠ সৎ যোগ্য শিক্ষিত দেশ প্রেমিক হয়ে গড়ে উঠতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি নোয়াখালী বেগমগঞ্জ উন্নয়ন উন্নতি সমস্যা সম্ভবনা জন্য নিয়ে সরকারের পক্ষে থেকে সহযোগিতা অব্যাহত থাকার আশ্বাস দেন।

বেগমগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, চৌমুহনী কলেজে অধ্যক্ষ আবু সিনা সৈয়দ তারেক, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ভূমি কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহির উদ্দিন হারুন, নাসিমুল গনি চৌধুরী মহল, পৌরসভার প্রকৌশলী মোজাম্মেল হক, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহবুদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা নাসিম আলী আখন্দ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদ- শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক অভিভাবক সহ উপজেলার সরকারি কর্মকর্তা অনেকেই উপস্থিত ছিলেন। পরে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৭২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করা হয়।

অন্য বক্তারা বলেন, মেধাবীরাই একটি জাতির প্রেরণার উৎস। সৎ দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও অর্থনৈতিক ভাবে বাংলাদেশের চেয়ে দুর্বল ছিল। অথচ স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও আমরা এখনো অনুন্নত রয়ে গেলাম, এর কারণ আমাদের বি-রাজনীতি ও অপরাজনীতি।

জুলাই-আগস্ট বিপ্লব,চেতনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত