
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের চাঁদপুর জেলার উপদেষ্টা আজম খান বলেছেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি। দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের ভয় দেখিয়ে বিএনপিকে মাঠ থেকে সরানো যাবে না।
রোববার (১৭ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় ধানের শীষের সমর্থনে ভোট প্রার্থনা করে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ৪১ দফা দাবি তুলে ধরেন আজম খান।
তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী-লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। আমরা যখনই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামতে চেয়েছি, তখনই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিত পুলিশ বাহিনী দিয়ে আমাদের ওপর মিথ্যা মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে দমন করা হয়েছে। তবুও আমরা হার মানিনি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার রক্তের মধ্য দিয়ে স্বৈরশাসকের বিদায় হয়।
তিনি আরও বলেন, দলের ভেতরে কর্মীদের সামান্য ভুল বোঝাবুঝি থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা কোনোদিন দখলদার, সন্ত্রাস, চাঁদাবাজি বা লুটপাটকে প্রশ্রয় দেব না। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই আমাদের লক্ষ্য। এজন্য ধানের শীষে ভোট দিয়ে জনগণকে আন্দোলন-সংগ্রামে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
পথসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ,সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক মিলন, সদর উপজেলা যুবদল নেতা সাহদাত খান, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার থান, বাবুল মৃধা কালু, মোতালেব খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।