
নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামে ওয়াসেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য ও ওই এলাকার বাসিন্দা। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, গত ১৫ আগস্ট গোপালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখা কেন্দ্র করে জামায়াত কর্মী রাসেল ও বিএনপি কর্মী মানিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে যুবদল ও ছাত্রদলের কয়েকজন কর্মী এলাকায় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
শনিবার রাতেও তারা জামায়াতের কর্মীদের খুঁজে এলাকায় তল্লাশি চালায়।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে মীমাংসার বৈঠক চলাকালে যুবদল কর্মী হাবিব ও ছাত্রদল কর্মী মহসিনের নেতৃত্বে একদল লোক জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সজীব ও তুষার গুলিবিদ্ধ হন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘ফুটবল খেলা দেখা নিয়ে ঝগড়াঝাটি থেকে ঘটনাটির সূত্রপাত। স্থানীয় মুরুব্বিরা মীমাংসার চেষ্টা করেছিলেন। কিন্তু বৈঠক শেষে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’