
কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইনে প্রতিবন্ধী ও বিধবা নারীদের জীবনমান উন্নয়নে এক হাজার একশত একাত্তর জনকে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়েছে।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় হাওর অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ৩৫৯ জন প্রতিবন্ধী ও ৮১২ বিধবা নারীসহ মোট ১ হাজার ১৭১ জনের প্রত্যেককে ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ও বেসরকারি এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে অবহিতকরণ সভা শেষে এসব চেক বিতরণ করা হয়।
এর আগে, মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে এসব মানুষদের জীবনদক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে হাওরে ৫ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন।