
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এর আগে, ভোর রাতে পুলিশের একটি টিম উপজেলার বালিয়ামারি বাজার থেকে তাদের হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন যথাক্রমে, জামালপুর জেলার ইসলামপুর থানাধীন গোয়ালেরচর এলাকার মোহাম্মদ আলী হোসেন (৩৬) ও কুড়িগ্রাম রৌমারীর খেওয়ারচর এলাকার মো. শাহীন হাসান (২৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে কুড়িগ্রামের রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।