
"আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" এই প্রতিপাদ্যের উপর প্রাণিসম্পদের ষ্টেকহোল্ডারদের (পশুখাদ্যবিপণন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, পল্লী চিকিৎসক, ভেট ঔষধ বিক্রয়কারী ও খামারি) সাথে প্রাণিসম্পদের আইন ও এ এম আর বিষয়ে ঈশ্বরদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মোছা. আকলিমা খাতুন। সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী খানার অফিসার ইনচার্জ (ওসি) আ, স, ম আব্দু নূর ।
সভাপতির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা: আকলিমা খাতুন বলেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স এর ভয়াবহতা, পরিণাম ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।
তিনি বলেন, ১৯২৮ সালে প্রথম আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন এবং এই কারণে তিনি ১৯৪৫ সালে নোবেল পুরস্কার পান। আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কার অনুষ্ঠানে ভবিষ্যৎ বানী করেন যে এমন একটা সময় আসবে যখন জীবাণুরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাবে এবং অনেক মানুষ মারা যাবে।
বর্তমানে সেই ভয়াবহ অবস্থার দিকেই যাচ্ছে পৃথিবী। আমাদের এখনই কার্যক্রম জোরদার ভাবে শুরু না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিরাপদ পৃথিবী রেখে যেতে পারবো না। বিশেষ অতিথি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: আ.স.ম আব্দুন নূর আইন মেনে চলার উপরে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের প্রাণিসম্পদের বিভিন্ন আইন যেমন মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০, পশুরোগ আইন ২০০৫, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১, প্রাণিকল্যাণ আইন ২০১৯ সম্পর্কে ধারণা দেন এবং লাইসেন্সবিহীনদের দ্রুত লাইসেন্স এর আওতায় আসতে বলেন। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে বলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা: মো: ফারুক হোসেন বিভিসি অ্যাক্ট ২০১৯ সম্পর্কে অবহিত করেন। আরো বক্তব্য রাখেন ফিড ও ঔষধ বিক্রেতা মো. আরশাদ পারভেজ গুড্ডু, পল্লী চিকিৎসক আব্দুল মমিন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো. সাইফুর রহমান।
উল্লেখ্য, প্রাণিসম্পদের স্টেকহোল্ডারদের (পশু খাদ্য বিপণন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন,পল্লী চিকিৎসক, ভেট ঔষধ বিক্রয়কারী ও খামারি) সাথে প্রাণিসম্পদের আইন ও এ এম আর বিষয়ে ঈশ্বরদীতে অবহিতকরণ সভায় মেডিসিন এন্ড ফিট ৫০ জন, পশু খাদ্য বিক্রেতা ১১ জন, খামারি ও পল্লী চিকিৎসক ৫৬ জন সহ ১১৭ জন উপস্থিত ছিলেন।