ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আলী (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দেড়টার দিকে তার নিথর মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের প্রেরণ করে।

নিহত মোহাম্মদ আলী মুন্সীগঞ্জ পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং নয়াগাঁও এলাকার নূর আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে দুই বন্ধুর সাথে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নদীর ঢেউ ও স্রোতের তোরে নিখোঁজ হয় সে।

পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলের পাশেই থাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় থেকে ডুবুরি দল ছুটে এসে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ঘটনাস্থলের অদূরে নিখোঁজ মোহাম্মদকে শনাক্ত করে নিথর মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নয়াগাঁও চাঁনতারা মসজিদের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। সংবাদ পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নদীতে গোসল,মাদ্রাসা শিক্ষার্থী,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত