ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি উদ্বোধন, আলোচনা সভা

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি উদ্বোধন, আলোচনা সভা

'অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি' শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ র‍্যালিতে জেলা প্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। পরে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শন ও সম্মাননা সনদসহ ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, এ জেলায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস্য ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা অনেক। চলনবিলের পানি প্রবাহ বন্ধ করা যাবে না। বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। চলনবিল নষ্ট হলে দেশীয় মাছের আকাল দেখা দিবে। কারেন্ট জাল ব্যবহারে সতর্ক থাকতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, মৎস্যজীবী আব্দুস সাত্তার মোল্লা, মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, আলমাস আহমেদ, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ উন্মুক্ত জলাশয়ের দেশি মাছ উৎপাদনে মনোনিবেশ করার আহ্বান জানান। এ অনুষ্ঠানে মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস তুলে দেন প্রধান অতিথি। এদিকে জেলার সবকয়টি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। তবে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বিশেষভাবে পালিত হয়েছে।

মৎস্য সপ্তাহ,উদ্বোধন,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত