ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় মহিলা দলের নেতাকর্মীদের সাথে ফাহিম চৌধুরীর মতবিনিময়

নকলায় মহিলা দলের নেতাকর্মীদের সাথে ফাহিম চৌধুরীর মতবিনিময়

শেরপুরের নকলায় মহিলা দলের বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সাবেক বিএনপি সরকার দলীয় হুইপ জাহেদ আলী চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা দলের নেত্রী হোসনে আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক আসমাউল হুসনা।

এছাড়া আরও বক্তব্য রাখেন—নকলা পৌরসভার রেহেনা পারভীন ও হাসনা বেগম, বানেশ্বরদী ইউনিয়নের মিনা বেগম, পাঠাকাটা ইউনিয়নের আসমাউল হোসনা শিল্পী, টালকী ইউনিয়নের লায়লি বেগম, নূরুন্নাহার ময়না ও সুমাইয়া আক্তার সোমা এবং চরঅষ্টধর ইউনিয়নের মনিকা পারভীন প্রমুখ।

সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়,ফাহিম চৌধুরী,মহিলা দলের নেতাকর্মী,নকলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত