
শেরপুরের নকলায় মহিলা দলের বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সাবেক বিএনপি সরকার দলীয় হুইপ জাহেদ আলী চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা দলের নেত্রী হোসনে আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক আসমাউল হুসনা।
এছাড়া আরও বক্তব্য রাখেন—নকলা পৌরসভার রেহেনা পারভীন ও হাসনা বেগম, বানেশ্বরদী ইউনিয়নের মিনা বেগম, পাঠাকাটা ইউনিয়নের আসমাউল হোসনা শিল্পী, টালকী ইউনিয়নের লায়লি বেগম, নূরুন্নাহার ময়না ও সুমাইয়া আক্তার সোমা এবং চরঅষ্টধর ইউনিয়নের মনিকা পারভীন প্রমুখ।
সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।