ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি কার্যক্রম চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম পূর্বের ন্যায় চালুর দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার সকাল ১১টায় শহরের বনরূপা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান।

এছাড়া জেলা সিনিয়র সহ-সভাপতি আবু বকর, সহ-সভাপতি কাজি মো. জালোয়া, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড ভুক্ত জমি জেলা প্রশাসক কার্যালয় গত চার বছর ধরে বন্ধকি কার্যক্রম বন্ধ রেখেছে। অথচ জমির মালিকরা সরকারি নিয়মে খাজনা ও সালামী প্রদান করে এসব জমির রেজিস্ট্রি সম্পন্ন করেছিলেন। বন্ধকি কার্যক্রম বন্ধ থাকায় জমির মালিকরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জমি রেজিস্ট্রেশনে অযথা জটিলতা সৃষ্টি করেছেন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান বক্তারা।

তারা বলেন, “পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদের উচ্ছেদের সুদূরপ্রসারী উদ্দেশ্যে একটি মহল বারবার জমির অধিকার হরণ করার অপচেষ্টা করছে।”

মানববন্ধন থেকে অবিলম্বে বাজারফান্ড ভুক্ত জমির বন্ধকি ও রেজিস্ট্রি কার্যক্রম চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

রাঙামাটিতে মানববন্ধন,জমির বন্ধকি কার্যক্রম,বাজারফান্ড ভুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত