ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নৌকাডুবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যু

সিরাজগঞ্জে নৌকাডুবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিনিধুকুরিয়া বিলে সন্তানকে বাঁচাতে গিয়ে নৌকাডুবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মনিরুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম ওই উপজেলার ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে এবং তিনি রবির চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত মনিরুল তার বাবা, ছেলে ও এক ভাগ্নেকে নিয়ে বুধবার দুপুরে নৌকাযোগে রাইস মিলে ধান নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই বিলের মাঝখানে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ওই নৌকার মাঝিসহ ৫ জনই পানিতে তলিয়ে যায়। এ সময় মনিরুল তার ছেলেকে দুই হাত পানির উপরে তুলে ধরে রাখেন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার ছেলেসহ ৩ জনকে জীবিত উদ্ধার করে এবং মনিরুল পানিতে ডুবে নিখোঁজ হন। বহু খোঁজাখুজির পর ওই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নৌকাডুবি,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত