ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ছাত্রীকে জবাই করে হত্যাচেষ্টা

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ছাত্রীকে জবাই করে হত্যাচেষ্টা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই মাদ্রাসা শিক্ষার্থী। ওত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) মুখ চেপে ধরে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতে রক্তাক্ত করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বড় বোন জানান, প্রতিবেশী ইয়াসিন তার বোনকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাকে হত্যাচেষ্টা করে ইয়াসিন। এ ঘটনায় বৃহস্পতিবার, ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।

প্রেমের প্রস্তাব,প্রত্যাখ্যান,হত্যাচেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত