
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত চরঅঞ্চল গুয়াগাছিয়ায় আনুষ্ঠানিকভাবে পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিল গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “গজারিয়া উপজেলার প্রত্যন্ত চরঅঞ্চল গুয়াগাছিয়ায় শান্তি প্রতিষ্ঠায় এটি একটি পদক্ষেপ। এখন থেকে গুয়াগাছিয়ায় পূর্ণ শক্তি নিয়ে পুলিশ কার্যক্রম পরিচালনা করতে পারবে। এলাকায় শান্তি ফিরে আসবে।”
স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ অনুভব করবে।