
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতলা গ্রামে তাল কুড়িয়ে নেয়ায় শিশু শাহীনকে (৭) পুকুরে নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করায় প্রাণে রক্ষা পেয়েছে। সে ওই গ্রামের মাজেদ খদগীরের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত শিশু শাহীন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী বাবুলের তালগাছ থেকে একটি তাল পড়ে এবং ওই তাল কুড়িয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল শিশু শাহীন। তালগাছের মালিক বাবুল এসে তাকে চড়-থাপ্পড় দেয় এবং তালটি ছিনিয়ে নিয়ে তাকে পুকুরের পানিতে ফেলে দেয়। স্থানীয়রা ওই শিশুকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। এতে শিশুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন ।