
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এনায়েতপুরের যমুনা নদীর নৌকা ঘাট এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ভর্তুকি মূল্যে দেয়া চাল কিছু অসাধু ব্যক্তিরা বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ৩৫ বস্তা চাল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ চাল জব্দ করে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।