
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৪শ ছাত্র-জনতাকে হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি, তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাই স্কুল মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খৈয়ম বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হয়েছে অন্যায়-অত্যাচার, গুম ও হত্যাকাণ্ড। পাশাপাশি স্বৈরাচারী সরকার বিদেশে শত শত কোটি টাকা পাচার করে দেশকে নিঃস্ব করেছে।
তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়ার কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদী শাসন, কৃষি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি রাজবাড়ীকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, জেলা জাসাসের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, উপজেলা ও পৌর নেতৃবৃন্দসহ অন্যান্য স্থানীয় নেতারা।
সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর মালত।