ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উখিয়ায় বিএনপির সম্মেলন, নতুন নেতৃত্বে সরওয়ার-সুলতান

উখিয়ায় বিএনপির সম্মেলন, নতুন নেতৃত্বে সরওয়ার-সুলতান

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুলতান মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “যাদের নির্বাচনে ভরাডুবি হবে তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণের সঙ্গে প্রতারণা করার জন্যই এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অথচ সাধারণ মানুষ এখনো ঠিকভাবে জানেই না পিআর আসলে কী। তাই আমরা চাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক।”

তিনি আরও বলেন, “উখিয়ার মানুষ ইয়াবার কালো ছোবলে ক্ষতবিক্ষত। ইয়াবা ব্যবসায়ী, দালাল কিংবা গডফাদার—যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কুখ্যাত ইয়াবা কান্ডারী আবদুর রহমান বদি ও তার দোসরদের বিচারের মুখোমুখি একদিন করতেই হবে।”

এসময় তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনগণের রক্তচোষা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গণতন্ত্র হত্যার দায় তাকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।”

সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সরওয়ার জাহান চৌধুরী, যিনি আগে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। একইভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুলতান মাহমুদ চৌধুরী, যিনি পূর্বে সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

সম্মেলন উপলক্ষে গত এক সপ্তাহ ধরে উখিয়ার বিভিন্ন সড়ক ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডে সেজে ওঠে। সকালে ইউনিয়ন পর্যায়ের মিছিল-শোভাযাত্রায় সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে। এতে আটটি ইউনিয়নের ৬২৪ জন কাউন্সিলর ও প্রায় দুই হাজার অতিথি অংশগ্রহণ করেন।

সরওয়ার-সুলতান,নতুন নেতৃত্ব,উখিয়ায় বিএনপির সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত