ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় ২ যুবদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় ২ যুবদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, মাদক ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বহিষ্কৃত রাজন ও এমদাদ পক্ষের লোকজনের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাজনের পক্ষের মো. হিমেল (২৪) নামের এক যুবক নিহত হলে এমদাদ ও তার সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘরে লুটপাটের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় রাজনের লোকজন। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের অন্তত ২০ জন।

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার ও এর আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক হিমেল ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।

২ যুবদল নেতা বহিষ্কার,কিশোরগঞ্জে সংঘর্ষ,যুবক নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত