ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন

চাঁদপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মাছ চাষকৃত পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুন ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ এলাকায় ৮ জন চাষির পুকুরের পানি পরীক্ষা করে গুণাগুন জানানো হয়।

পরীক্ষা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেন জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর।

উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভী কায়সার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, গবেষণা সহকারী মো. আব্দুস সালাম ও ক্ষেত্র সহকারী আব্দুল কাদের।

একই দিন জেলার হাইমচর উপজেলায় চাষীদের পানির গুণাগুন পরীক্ষা করে উপজেলা মৎস্য বিভাগ। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এর আগে, ১৮ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে ২৪ আগস্ট পর্যন্ত।

ক্যাম্পেইন,নিরাপদ মৎস্য উৎপাদন,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত