ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘৩ ঘণ্টার বৈঠকে আড়াই ঘণ্টাই শিবিরকে নিয়ে আলোচনা হয়’

‘৩ ঘণ্টার বৈঠকে আড়াই ঘণ্টাই শিবিরকে নিয়ে আলোচনা হয়’

তিন ঘণ্টার বৈঠকে আড়াই ঘণ্টা ছাত্রশিবিরকে নিয়েই আলোচনা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, নানা সংগঠন শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, র‌্যাগিং কিংবা ফ্যাসিবাদের অভিযোগ তুললেও বাস্তবে তাদের নিজেদের সংগঠনে ১২ জনের বেশি সক্রিয় কর্মী পাওয়া যায় না।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম অভিযোগ করে বলেন, কিছু বাম সংগঠন নিজেদের গণতান্ত্রিক দাবি তুললেও তাদের আচরণ একেবারেই স্বৈরাচারী। তারা ছাত্রশিবিরের কল্যাণমুখী কর্মকাণ্ড সহ্য করতে না পেরে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে।

তিনি আরও দাবি করেন, আওয়ামী শাসনামলে ছাত্রশিবিরের শত শত নেতা-কর্মী শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন, কিন্তু ৫ আগস্টের পর থেকে সংগঠনটি সারাদেশে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন যদি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ছাত্রশিবিরের বিজয় নিশ্চিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াত নেতা ও সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি দেলাওয়ার হোসেন, ডা. তোজাম্মেল হক, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, বর্তমান আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আবিদুল ইসলাম।

শিবিরকে নিয়ে আলোচনা,আড়াই ঘণ্টা,৩ ঘণ্টার বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত