
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আছমা খাতুন (৬৫)। তিনি সদর উপজেলার কদমপাল গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, শনিবার ভোরে স্থানীয়রা মহাসড়কের ওপর বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আছমা খাতুন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।